নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃত্যু হলো ২৩৪ জনের। আর চলতি সপ্তাহে ২৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১০০ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার একজন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মৃত আটজনের মধ্যে সাতজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া একজন চট্টগ্রামের।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৩ হাজার ২৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।