ট্রাইব্যুনালের নতুন অধ্যায় শুরু প্রথম দিনেই হাসিনা রেহানা জয় পুতুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ট্রাইব্যুনালের নতুন অধ্যায় শুরু প্রথম দিনেই হাসিনা রেহানা জয় পুতুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরের মধ্যেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেন। এবার জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে এ ট্রাইব্যুনালেই বিচারিক কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনা, তাঁর দল আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁর সরকারের অনুসারীদের বিরুদ্ধে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে শুরু হয়েছে নতুন অধ্যায়। গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম আদেশ। দ্বিতীয় আদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। আদেশে পরোয়ানাভুক্তদের গ্রেপ্তার করে ১৮ নভেম্বরের মধ্যে হাজির করতে বলা হয়েছে। এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাঁদের গ্রেপ্তারের আবেদন করেন। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, বি এম সুলতান মাহমুদ, মো. সাইমুম রেজা তালুকদার সঙ্গে ছিলেন।বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ