দূষণে বড় হুমকি ই-বর্জ্য

দূষণে বড় হুমকি ই-বর্জ্য

পরিবেশদূষণে ই-বর্জ্য ক্রমেই বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিষাক্ত এ বর্জ্য একদিকে যেমন পরিবেশের ক্ষতি করছে অন্যদিকে মানব স্বাস্থ্যও এর বিষের শিকার হচ্ছে। বৈশ্বিক ‘ই-ওয়েস্ট মনিটর রিপোর্ট ২০২৪’ অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ই-বর্জ্য উৎপাদনকারী দেশ।

স্থানীয় বাজার পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, আইটি, মিডিয়া ও টেলিকমিউনিকেশন খাতে দিন দিন উন্নতি করছে বাংলাদেশ। এর সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে ইলেকট্রিক পণ্যের বাজার। দুশ্চিন্তার বিষয় হচ্ছে, এসব পণ্য ব্যবহার থেকে যে ভারী ধাতু ও ক্ষতিকর রাসায়নিক পরিবেশে ছড়াচ্ছে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে। বিশেষজ্ঞরা বলছেন, ই-বর্জ্যরে কারণে ক্যান্সার, শ্বাসকষ্ট, স্নায়ুবিক সমস্যা, শ্রবণ সমস্যা, দৃষ্টিশক্তির ক্ষতি, শিশুমৃত্যু, জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের মতো স্বাস্থ্য সমস্যা হয়। একই সঙ্গে বায়ুদূষণ, পানিদূষণ, ভূমিদূষণসহ বন্যপ্রাণীর জীবনের হুমকিও তৈরি করছে ই-বর্জ্য। এ অবস্থায় সরকার ই-বর্জ্য বিধিমালার আওতায় বিশ্বব্যাংকের সহযোগিতায় একটি ই-বর্জ্য গাইডলাইন তৈরি করছে।বিস্তারিত

জাতীয় পরিবেশ শীর্ষ সংবাদ