ভয়ে ভুয়া সার্টিফিকেটধারীরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে কারা, তথ্য দিচ্ছে না কিছু মন্ত্রণালয়-বিভাগ

ভয়ে ভুয়া সার্টিফিকেটধারীরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে কারা, তথ্য দিচ্ছে না কিছু মন্ত্রণালয়-বিভাগ

স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন এ সংক্রান্ত তালিকা প্রণয়নের সিদ্ধান্ত হলেও বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সহযোগিতা পাচ্ছে না মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়াদের তথ্য দিতে কিছু মন্ত্রণালয়/বিভাগ গড়িমসি করছে। এতে করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তৈরি হচ্ছে বিড়ম্বনা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে, তাদের চাহিদা অনুযায়ী ৬২টি মন্ত্রণালয়/বিভাগে চিঠি দিলেও এ পর্যন্ত ৫২টি থেকে তথ্য দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যও কাক্সিক্ষত ছক অনুযায়ী পাঠায়নি অনেকে। তবে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর কেউ ভুল তথ্য বা ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নিলে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির সংখ্যা কত এবং এখানে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই অন্তর্বর্তী সরকার গঠনের পর উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ আগস্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে কতজন চাকরি পেয়েছেন, সে তালিকা চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে চিঠি দিয়ে কোটায় চাকরিপ্রাপ্তদের ক্যাডার-নন ক্যাডারসহ সব কর্মকর্তা-কর্মচারীর তালিকা চাওয়া হয় চিঠিতে। মঙ্গলবার ২২ অক্টোবর পর্যন্ত ৫২টি মন্ত্রণালয়/বিভাগ থেকে ২০ হাজারের বেশি চাকরিদাতার তথ্য পেয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।বিস্তারিত

অপরাধ জাতীয় শীর্ষ সংবাদ