গুগলের বিরুদ্ধে মামলা করে ২০০ কোটি পাউন্ড পাচ্ছেন যুক্তরাজ্যের এক দম্পতি

গুগলের বিরুদ্ধে মামলা করে ২০০ কোটি পাউন্ড পাচ্ছেন যুক্তরাজ্যের এক দম্পতি

প্রযুক্তি ডেস্ক

 

২০১০ সালে গুগলের বিরুদ্ধে সার্চ ফলাফল অপব্যবহারের অভিযোগে মামলা করেছিলেন পণ্যের দাম পর্যালোচনাবিষয়ক ওয়েবসাইট ‘ফাউন্ডেম’–এর দুই প্রতিষ্ঠাতা শিভান রাফ ও অ্যাডাম রাফ। মামলায় গুগলকে দোষী সাব্যস্ত করে ২০০ কোটি পাউন্ড জরিমানা করেছেন আদালত। ফলে ১৫ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে গুগলের কাছ থেকে ২০০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ পেতে চলেছেন যুক্তরাজ্যের এই উদ্যোক্তা দম্পতি।

শিভান ও অ্যাডাম রাফ ২০০৬ সালে ফাউন্ডেম ওয়েবসাইট চালু করেন। কিন্তু গুগলের স্বয়ংক্রিয় স্প্যাম ফিল্টারের কারণে ওয়েবসাইটটির তথ্য গুগলের সার্চ ফলাফলে দেখতে পারতেন না ইন্টারনেট ব্যবহারকারীরা। এতে ওয়েবসাইটটির সার্চ র‍্যাংক অনেক কমে যায়। ফলে ক্ষতির মুখে পড়ে একসময় বন্ধ হয়ে যায় ফাউন্ডেমের কার্যক্রম। এরপর গুগলের সার্চ অ্যালগরিদমের মাধ্যমে ফাউন্ডেম ওয়েবসাইটকে দাবিয়ে রাখার অভিযোগ এনে গুগলের বিরুদ্ধে মামলা করেন শিভান রাফ ও অ্যাডাম রাফ। ২০১৭ সালে মামলার রায়ে গুগলকে ২০০ কোটি পাউন্ড জরিমানা করা হয়। এরপর রায়ের বিরুদ্ধে আপিল করে গুগল। তবে গত সেপ্টেম্বরে গুগলের আবেদন নাকচ করে আগের রায় বহাল রাখেন ইউরোপিয়ান কোট অব জাস্টিস। ফলে ফাউন্ডেমের দুই প্রতিষ্ঠাতা শিভান রাফ ও অ্যাডাম রাফকে ২০০ কোটি পাউন্ড জরিমানা দিতে হবে গুগলকে।

গুগল কেন প্রতিষ্ঠার দিনে জন্মদিন পালন করে না
০৫ সেপ্টেম্বর ২০২৪
গুগল কেন প্রতিষ্ঠার দিনে জন্মদিন পালন করে না
ফাউন্ডেম প্রতিষ্ঠাতাদের তথ্যমতে, ইংরেজি শব্দ প্রাইস কম্প্যারিজন (দামের তুলনা) বা শপিং শব্দের বিপরীতে সার্চ করলে গুগল অনুসন্ধানে ফাউন্ডেম ওয়েবসাইট সরাসরি দেখানো হতো না। ইন্টারনেট ব্যবহারকারীরা গুগল সার্চ ফলাফলের মাধ্যমে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে না পারার পর ক্ষতির মুখে পড়ে ২০১৬ সালে বন্ধ হয়ে যায় ফাউন্ডেমের কার্যক্রম। নিজেদের সার্চ ফলাফল অপব্যবহার করে ফাউন্ডেমের আয়কে প্রভাবিত করেছিল গুগল।

গুগলের বিরুদ্ধে করা মামলার তদন্তে দেখা গেছে, গুগল ফাউন্ডেমের মতো ওয়েবসাইটের তুলনায় অন্যায়ভাবে নিজেদের পছন্দমতো কেনাকাটার বিভিন্ন পণ্য ও সেবা প্রচার করেছে। ফলে গুগল সার্চ ফলাফলে নিজেদের ক্ষমতা অপব্যবহার করেছে।
সূত্র: বিবিসি, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ