নজর নির্বাচন কমিশনে সার্চ কমিটিতে পাঁচ শর বেশি নাম বিএনপি দিয়েছে পাঁচজনের তালিকা

নজর নির্বাচন কমিশনে সার্চ কমিটিতে পাঁচ শর বেশি নাম বিএনপি দিয়েছে পাঁচজনের তালিকা

সারা দেশের দৃষ্টি এখন নির্বাচন কমিশন (ইসি) গঠনের দিকে। কাদের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, কারা আসতে যাচ্ছেন নির্বাচন কমিশনে-এ নিয়ে সবার আগ্রহ। ইসি গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, পেশাজীবী সংগঠন থেকে পাঁচ  শর বেশি বিশিষ্টজনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে এ নাম প্রস্তাব করা হয়েছে। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের কাছে এসব নাম জমা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাঁচ শর বেশি নাম পেলেও চূড়ান্ত সংখ্যাটি বলতে পারেননি সূত্রগুলো। সার্চ কমিটির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাবের শেষ দিন ছিল গতকাল। সবচেয়ে বেশি নাম গত দুই দিনেই জমা হয়েছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সূত্রগুলো জানান, গতকাল বিকাল ৫টা পর্যন্ত কমিটির কাছে সরাসরি অথবা ইমেইলে এ নামগুলো প্রস্তাব করা হয়েছে।

নাম প্রকাশ না করে দুটি সূত্র জানান, প্রস্তাবিত নামের এ সংখ্যা ৫ শতাধিক। বিভিন্নজনকে এ বিষয়ে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। কেউ ইমেইল থেকে নাম তালিকা করছেন, হার্ডকপি যারা দিয়েছেন তা ঠিক করছেন। কেউ তালিকা একত্র করে ফাইল করছেন। আরেক সূত্র জানান, পাঁচজনের বেশি এ বিষয়ে কাজ করছেন। প্রত্যেককেই আলাদাভাবে কাজ ভাগ করে দেওয়া হয়েছে।বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ