ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় প্রতিদিনই নানা দাবি নিয়ে রাজধানীতে মিছিল, বিক্ষোভ, আলটিমেটাম দিয়ে যাচ্ছেন বিভিন্ন পেশাজীবী, চাকরিপ্রত্যাশী ও স্কুল-কলেজের ছাত্ররা। পরিস্থিতি দেখে মনে হতে পারে এ যেন দাবি আদায়ের মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই সড়কে থাকছেন আন্দোলনকারীরা। কখনো রাস্তা বন্ধ করে, কখনো সচিবালয়ে ঢুকে কিংবা ঘেরাও করে চলছে বিক্ষোভ।
এতে সাধারণ মানুষ পড়ছেন বিপত্তিতে। অনেকেই বলছেন, যারা গত ১৫ বছরে টুঁশব্দটিও করেননি, তারাও এখন দাবিদাওয়া নিয়ে সরব। এদের কারণে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গতকাল চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন কভিডে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ভিতরে আটকা পড়েন শত শত কর্মকর্তা-কর্মচারী। অন্যদিকে লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবি করে আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি সমাধান না হলে আবারও আন্দোলনের আলটিমেটাম দিয়ে সরে গেছেন শিক্ষার্থীরা।বিস্তারিত