ম্যাঞ্চিনীল ট্রি
বিষাক্ত গাছ হিসেবে কুখ্যাতি রয়েছে ম্যাঞ্চিনীল ট্রির। এ গাছের বিষের প্রতিক্রিয়া মারাত্মক। ত্বকের সংস্পর্শে এলে রীতিমতো ক্ষত তৈরি হয়ে যায়। চোখে এ বিষ পৌঁছলে অন্ধত্ববরণ করতে হতে পারে। গাছটির বৈজ্ঞানিক নাম ‘হিপোম্যানি ম্যান্সিনেলা’। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবে এর নাম রয়েছে। গাছের ফল এবং পাতা আপেল গাছের মতো। অনেকে এই আপেলগুলোকে ‘মৃত্যুদূত’ বলে থাকেন। এ গাছগুলো ফ্লোরিডা, ইউএস, মেক্সিকো, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান এবং উত্তর দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়। উপকূলীয় সমুদ্রসৈকত এবং লোনা জলাভূমিতে ম্যানগ্রোভের মধ্যে জন্মায়। ম্যাঞ্চিনীল গাছ চিরহরিৎ প্রজাতির এবং ৪৯ ফিট পর্যন্ত উচ্চতার হতে পারে। ফুল ছোট হয় এবং রং সবুজাভ-হলুদ। এই গাছ এত বিষাক্ত হয়ে ওঠার কারণ সম্পূর্ণভাবে এখনো জানা যায়নি। গাছটির রসে রয়েছে ফরবল এবং অন্যান্য ত্বক যন্ত্রণাদায়ক উপাদান, যার সংস্পর্শে শরীরে প্রচন্ডভাবে অ্যালার্জি ডার্মাটাইটিস হয়। এমনকি বৃষ্টির দিনে যদি কেউ এই গাছের নিচে আশ্রয় গ্রহণ করে, তাহলে পানি ধোয়া রস চামড়ায় ফোস্কা সৃষ্টি করে। গাড়ির রং নষ্ট হয়ে যায় এই গাছের রস পড়লে। যদি এই গাছ পোড়ানো হয় তাহলে এর ধোঁয়া চোখের জন্য অনেক ক্ষতিকর। বিস্তাুিরত