নানা সংকটে জর্জরিত পুলিশ। গত ৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অবকাঠামোয় হামলার ক্ষত এখনো তাড়িয়ে বেড়াচ্ছে পুলিশ সদস্যদের। বিপরীতে এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। মাঝেমধ্যেই ঘটছে অনাকাক্সিক্ষত ঘটনা। বেড়েছে চুরি-ডাকাতি ছিনতাইসহ বহুমাত্রিক অপরাধ। এখনো অনিরাপদ সড়ক-মহাসড়ক, শহর-জনপদ। যৌথ বাহিনীর সহায়তা ছাড়া নিরাপত্তা নিশ্চিতে এখনো শতভাগ ভূমিকা রাখতে পারছেন না পুলিশ সদস্যরা। স্বাভাবিক হয়নি এখনো পুলিশের দাপ্তরিক কার্যক্রম।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গত জুলাই-আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে থানাসহ নানা স্থাপনায় ব্যাপক লুটপাট হয়। অস্ত্র-গুলি, মামলার নথিসহ কোটি কোটি টাকার মালামালের হদিস এখনো মেলেনি। সহিংস হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ১২০টি থানায়। এর মধ্যে ৫৮টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের শিকার হয়েছে ৬২টি থানা। ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৪টি। ১ হাজার ৭৪টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হামলা থেকে রেহাই পায়নি পুলিশ সদর দপ্তরও। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকার বেশি।বিস্তারিত