শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি জোটে জামায়াত থাকলে হিসাব হবে ভিন্ন

শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি জোটে জামায়াত থাকলে হিসাব হবে ভিন্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় ও জোটগত কৌশল নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা যার যার নির্বাচনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এককভাবে নির্বাচন করলে দল কীভাবে প্রার্থী বাছাই করবে এবং জোটগতভাবে নির্বাচন করলে কীভাবে আসন ভাগ হবে সেসব বিষয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে।

জানা গেছে, ৩০০ আসন ঘিরে দলটির কার্যক্রম পরিচালনা হলেও আন্দোলনের শরিকদের অন্তত অর্ধশত আসন ছাড় দেবে দলটি। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও বর্তমানে ৩০০ আসনে ভোটের ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছে দলটির নেতা-কর্মীরা। তবে বিএনপির সঙ্গে জোট করে ভোট করা জামায়াত যদি জোটগতভাবে নির্বাচন করে তবে ভোটের হিসাব হবে ভিন্ন। সে ক্ষেত্রে বিএনপি শরিকদের জন্য বেশি সংখ্যক আসন ছাড়বে।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সব দলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত বৈঠক হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিজয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠিত হবে। তিনি বলেন, আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়ে দল মূল্যায়ন করবে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ