সনদ বিক্রির কারখানা

সনদ বিক্রির কারখানা

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এখনো নিয়মের মধ্যে পরিচালিত করতে পারছে না সরকার। ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব, মামলা, সনদবাণিজ্যসহ আরও অভিযোগে অভিযুক্ত দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনেক বিশ্ববিদ্যালয়ে নেই পড়ালেখার প্রয়োজনীয় পরিবেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া অনেক বিশ্ববিদ্যালয়ের এখন বেহাল দশা। নানা সংকটে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন মানসম্মত শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে দেদার সনদবাণিজ্য হওয়ায় প্রতিনিয়তই বিভিন্ন দপ্তর থেকে ইউজিসিতে (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) আসছে সনদ যাচাইয়ের আবেদন।

তথ্যমতে, দেশে বর্তমানে ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে।

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে ব্যর্থ হওয়ায় সরকার ২০০৬ সালে বন্ধ ঘোষণা করে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি। এ আদেশের বিরুদ্ধে আদালত ২০১৩ সালে রায় প্রদান করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়টির অনুমোদিত কোনো ক্যাম্পাস নেই। বিশ্ববিদ্যালয়টির আইনগত আর কোনো ভিত্তিও নেই। কিন্তু রাজধানীর বারিধারায় একটি ভবনের সামনে এখনো শোভা পাচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড।বিস্তারিত

শিক্ষা শীর্ষ সংবাদ