প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের পর নজরদারি বেড়েছে। সতর্ক হয়ে নড়েচড়ে বসেছে অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যক্রমও বাড়ানো হয়েছে। নিজ প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ সর্তকর্তাসহ বিভিন্ন নিদের্শনাও জারি করেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। এ ছাড়া গুরুত্বপূর্ণ নথি নিরাপদে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৫ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনার পর গতকাল ভবনটি খুলে দেওয়া হয়েছে। ৯ তলা ওই ভবনের পাঁচ তলা পর্যন্ত অফিস চালু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা গতকাল থেকে সেখানে অফিস করেছেন। আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকাল থেকে সব কর্মকর্তা-কর্মচারীকে বহন করা গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পোড়া ভবন পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ফ্লোরের সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়। অগ্নিকান্ডের পর সচিবালয়ে প্রবেশ কড়াকড়ি আরোপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করা হয়েছে।বিস্তারিত


