অবৈধ হাসপাতাল ভয়ংকর চিকিৎসা

অবৈধ হাসপাতাল ভয়ংকর চিকিৎসা

থমকে আছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ নিবন্ধনহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান। চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে দেশব্যাপী আলোচনা শুরু হলে তখন নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন মৌসুমে বারবার হাঁকডাক দিয়ে অভিযান শুরু করলেও শেষ পর্যন্ত কোনো ঘোষণা ছাড়াই আবার থেমে যায়।

গত বছর রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় লাইসেন্সবিহীন হাসপাতাল নিয়ে আলোচনা শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল এ হাসপাতাল। এর কিছুদিন পরই মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আরেক শিশু আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শুরু হয় তোলপাড়। এবারও উঠে আসে সেই একই ঘটনা, লাইসেন্স ছিল না এই হাসপাতালটিরও। এর পরেই অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। কাগজকলমে  অভিযান চলমান থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই।বিস্তারিত

শীর্ষ সংবাদ স্বাস্থ্য