নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তাঁরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা সময়সীমা মাথায় রেখে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে।
আজ রোববার সকালে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে জুলাই-আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইনকানুন, বিধিবিধান, সিস্টেমের মধ্যে থাকব। আমরা চাই যে স্ট্রেট, যাতে সবাই…ফ্রি ফেয়াগেম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম—এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে সময়সীমা (টাইম ফ্রেম), ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’
আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কাজের সহায়তায় কিছু যন্ত্রপাতি দিয়েছে ইউএনডিপি। সিইসি বলেন, ইউএনডিপি কমিশনকে কারিগরি সহায়তা একটা ‘নিড অ্যাসেসমেন্ট’ টিম পাঠিয়েছে। তারা ল্যাপটপ, ক্যামেরা, স্ক্যানার ও ব্যাগ (১৭৫টি ল্যাপটপ, স্ক্যানার ২০০, ব্যাগ ৪৩০০টি) হস্তান্তর করেছে।
৬৫ হাজার লোকবল হালনাগাদের কাজে নিয়োজিত থাকবে।