জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারিতেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথমে আহ্বায়ক কমিটি দিয়ে আত্মপ্রকাশ করা হবে, পরে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়।
তারুণ্যনির্ভর এই রাজনৈতিক দলের নেতৃত্বে কারা কারা থাকবেন, কেমন হবে দলের সাংগঠনিক কাঠামো, কী থাকবে ভবিষ্যৎ কর্মপন্থায় তা নিয়ে আলোচনা চলছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে।
জনমানুষের প্রত্যাশা পূরণে কীভাবে এগোচ্ছে দল গঠনের প্রক্রিয়া, কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিপর্ব- এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গণসংযোগের মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। নতুন রাজনৈতিক দল গঠন এবং এর সঙ্গে যুক্ত হতে তরুণরা প্রতিনিয়ত ভূমিকা রাখছেন। আমাদের রাজনৈতিক দল গঠনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যথাসময়ে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী।
দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পূর্বে দফায় দফায় নিজেদের মধ্যে মিটিং করছেন তরুণরা। সর্বশেষ গত শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য সূচিতে ছিল রাজনৈতিক দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কর্মপন্থা, সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র।বিস্তারিত