নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরসহ উত্তরাঞ্চলের সব পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও যানবাহনের চালকরা। সকালে পেট্রল পাম্পে তেল নিতে এসে ফিরে যেতে হয়েছে তাদের।
রংপুর পেট্রল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলে সেলিম আহমেদ, হিমেল মিয়া ও জমসেদ বলেন, পেট্রল পাম্পগুলোতে তেল দেওয়া বন্ধ করায় সমস্যায় পড়তে হচ্ছে।
অনেকেই এসেছেন তেল নিতে কিন্তু না পেয়ে ফিরে গেছেন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রল পাম্প মালিককে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন-বিপণন বন্ধ করে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে।
এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রল পাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম মেনে এবং বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছি। নিয়মিত রাজস্ব দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছি।