ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাবনিকাশ চলছে। রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ নির্বাচনে গেম চেঞ্জারের ভূমিকায় থাকবেন প্রায় ৩ কোটি তরুণ ভোটার। যাদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। দলগুলোর ফোকাসও থাকবে বিপুলসংখ্যক এই তরুণের দিকে।
গত ২৯ জানুয়ারি পর্যন্ত ইসির হিসাব অনুযায়ী দেশে ১৮ থেকে ২৯ বছর বয়সের ভোটার রয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৯৭৩ জন। এর মধ্যে নারী রয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ১৪১ জন; পুরুষ রয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ২৫২ জন ও হিজড়া ৫৮০ জন। এ ছাড়া বাদ পড়া ও ১ জানুয়ারি ২০০৮ সালে যাদের জন্ম হয়েছে তাদের ভোটার তালিকায় যুক্ত করতে গত সোমবার পর্যন্ত ৪৯ লাখ ৭৬ হাজার ৮৪৫ জনের তথ্য সংগ্রহ করেছে ইসি। এ ছাড়া ২ জানুয়ারি গত বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। তাতে নতুন করে যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জনের নাম। তাতে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২। আগামী ২ মার্চ তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
ইসির হিসাবমতে, ১৮ থেকে ২১ বছর বয়সি ভোটার ৭১,৯৯,৭০৭ জন। ২২ থেকে ২৫ বছর বয়সি ভোটার ১,১১,৫৩,১৮৩ জন। ২৬ থেকে ২৯ বছর বয়সি ভোটার ১,১৫,৮৯,০৮৩ জন। এ ছাড়া ৩০ থেকে ৩৩ বছর বয়সি ভোটার ১,০৬,৪৭,৪৪১ জন। ৩৪ থেকে ৩৭ বছর বয়সি ভোটার ১৪০২২২৯৪ জন। ৩৮ থেকে ৪১ বছর বয়সি ভোটার ১২০৪৩২৯২ জন। ৪২ থেকে ৪৫ বছর বয়সি ভোটার ১২১৬৭৯৪৯ জন।বিস্তারিত