ফ্যাক্টচ্যাক ‘ড. ইউনূসসহ ২০ জনের উপর নিষেধাজ্ঞা দিলো ডোনাল্ড ট্রাম্প’- যা জানা গেল

ফ্যাক্টচ্যাক ‘ড. ইউনূসসহ ২০ জনের উপর নিষেধাজ্ঞা দিলো ডোনাল্ড ট্রাম্প’- যা জানা গেল

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ২০২৪ সালের গত ৫ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনের পর চলতি বছরের ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ‘শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করায় ড. মুহাম্মদ ইউনূসহ মোট ২০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র— এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে। ভিডিওটিতে দুজন নিউজ প্রেজেন্টারের আলাদা দুটি সংবাদ পাঠের ক্লিপ দেখা যায়। প্রথম ক্লিপটিতে নিউজ প্রেজেন্টারকে বলতে শোনা যায়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘দ্বিতীয় ক্লিপটিতে নিউজ প্রেজেন্টারকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে মার্কিন সহায়তা সংস্থা ইউএসআইডি।’

‘মো. জাহিদ হোসেন (Md Jahid Hosen)’ নামের ফেসবুক পেজ থেকে গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘আলহামদুলিল্লাহ। ড ইউনূসকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে অবমাননা করায় নিষেধাজ্ঞা।’ (বানান অপরিবর্তিত)বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ