খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, চার এলাকা ঝুঁকিপূর্ণ

খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, চার এলাকা ঝুঁকিপূর্ণ

 

অনলাইন ডেস্ক

খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, চার এলাকা ঝুঁকিপূর্ণ

সপ্তাহের প্রথম কর্মদিবসে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ তিনে আছে ঢাকার নাম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২৭.৮ গুণ বেশি রয়েছে। এ সময় ঢাকার মার্কিন দূতাবাস (৫৮৫), ইস্টার্ন হাউজিং (৩৯৮), সাভারের হেমায়েতপুর (৩৯০), মহাখালীর আইসিডিডিআরবি (৩২৪) এই চার এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।

এছাড়া গুলশান লেক পার্ক (২৫৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৮), মাদানি এভিনিউ (২১০), কল্যাণপুর (২০৬) এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানীর দিল্লি। ৩৩৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৬০ স্কোর নিয়ে শহরটিতে খুবই অস্বাস্থ্যকর বাতাস বিরাজ করছে। অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা মিসরের কায়রো (১৮৪) ও মঙ্গোলিয়ার উলানবাটর (১৮৪)।

জাতীয় পরিবেশ শীর্ষ সংবাদ