ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ: জরিমানা নিয়ে বিআরটিএর নির্দেশনা বাতিল

ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ: জরিমানা নিয়ে বিআরটিএর নির্দেশনা বাতিল

অনলাইন প্রতিবেদক

 

ঢাকার বিভিন্ন রাস্তায় আজ রোববার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশাচালকের অবরোধ চলছে। এর মধ্যে গ্যাস বা পেট্রলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) মিটারে না চললে চালকের জরিমানা সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

রামপুরায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভমিছিল করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা
রামপুরায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভমিছিল করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরাছবি: সাজিদ হোসেন
ঢাকার রামপুরার বনশ্রী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরসহ বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা আজ সকাল থেকে অবরোধ করেন। এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাবতলী মাজার রোড, তেজগাঁও কলেজ রোড, শনির আখড়া, ধোলাইপাড়, আগারগাঁওসহ বিভিন্ন রাস্তাতেও সকাল ১০টার দিকে অবরোধের খবর পাওয়া গেছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। এর মধ্যেই এই নির্দেশনা এল।

রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা ছেড়ে দেন অটোরিকশা চালকেরা। পরে ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেন
রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা ছেড়ে দেন অটোরিকশা চালকেরা। পরে ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেনছবি: সাজিদ হোসেন
রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাচালকদের রাস্তা থেকে সরে যেতে দেখা যায়। পরে বেলা ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেন।

ঢাকার বিভিন্ন রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।

মিটারে না চললে অটোরিকশাচালকের জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা
সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে মামলা এবং জরিমানা করতে পুলিশকে নির্দেশ দেওয়ার প্রতিবাদে চালকেরা আজ সকাল থেকে সড়কে নেমে অবরোধ করেছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুলিশকে এই নির্দেশনা দেয়।

জাতীয় শীর্ষ সংবাদ