সারা দেশে ২ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির আভাস

সারা দেশে ২ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

 

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় শুষ্ক থাকতে পারে দেশের আবহাওয়া। ফলে দেশজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী দুই দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

তবে আগামী মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভবনা থাকলেও দিনে সামান্য কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আগামীকাল সোমবার রাজশাহী বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

 

আবহাওয়া অফিস আরো জানায়, গতকাল সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয় পরিবেশ শীর্ষ সংবাদ