বাংলাদেশে দ্বিতীয় প্রজাতন্ত্র (সেকেন্ড রিপাবলিক) কায়েম করতে চাইছে বিপ্লব থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ‘গণপরিষদ নির্বাচন’ এবং ‘নতুন সংবিধান’ প্রণয়নেরও ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ সমমনা কয়েকটি দল জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, গণপরিষদ নির্বাচন নাকি সংসদ, কোনটা অগ্রাধিকার পাবে? এই ইস্যুতে সামনের দিনগুলোতে দেশের রাজনীতি কোন পথে যাবে, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা গণপরিষদের কথা সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের কথা সামনে আনছে, হয় তারা বোঝে না, অথবা বুঝে আমাদের এই রাষ্ট্রব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার পথ আরও দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।’ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দলের ঘোষণাপত্রে বলেন, ‘২০২৪ গণ অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য।’ এনসিপির ঘোষণাপত্রের এই ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘গণপরিষদ নির্বাচন’ নিয়েই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) কয়েকটি দল মনে করছে, গণপরিষদ নির্বাচনের কথা বলে মূলত জাতীয় নির্বাচনকে দীর্ঘায়িত করার পরিকল্পনা চলছে।বিস্তারিত