অনলাইন ডেস্ক
পবিত্র রমজান শুরু হলো আজ। রোজার প্রথম দিনে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।
আজ থেকে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ। সড়কে গাড়ি চলাচল কম। তারপরও ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণের শীর্ষে থাকা মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের স্কোর ২০৫ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের দূষণ স্কোর ১৮৪ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
পাঁচ নম্বরে রয়েছে ঢাকা এবং এই শহরের দূষণ স্কোর ১৬৫ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর।