স্থানীয় সড়ক বা মহাসড়ক কোনোটিই এখন আর রাতে নিরাপদ নয়। যে কোনো জায়গায় হঠাৎ করেই হাজির হচ্ছে ডাকাত দল। সরকারের তরফ থেকে নানা ঘোষণা থাকলেও এগুলো খুব একটা কাজে আসছে না। সর্বশেষ শুক্রবার মধ্যরাতে পাবনার সাঁথিয়ায় গণডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের সর্বস্ব নিয়ে গেছে। একইভাবে কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৮ ঘণ্টার মধ্যে একই স্থানে দুই জন প্রবাসী ডাকাতির শিকার হয়েছেন। বিদেশ থেকে আসা এই প্রবাসীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতরা। দায়িত্ব অবহেলার অভিযোগে কুমিল্লার মিয়া বাজার হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কয়েক দিন আগে টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির ঘটনায় দুই জন নারীকে শ্লীলতাহানি করা হয়। টাঙ্গাইলেই ডাকাতি হয়েছে শিক্ষার্থীদের পিকনিকের চারটি বাসে।
একই স্থানে ডাকাতি হচ্ছে, পুলিশ কী করছে? জানতে চাইলে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম ইত্তেফাককে বলেন, ‘একই স্থানে দুই দিনের মধ্যে ডাকাতির ঘটনায় আমরা মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করেছি। কেন একই স্থানে ডাকাতি হয়েছে, সেটার অনুসন্ধান করতে গিয়ে আমার মনে হয়েছে, বিমানবন্দর থেকেই ঐ দুই প্রবাসীর গাড়ি ফলো করা হচ্ছিল। অথবা হাইওয়েতে রেস্টুরেন্টে তারা যখন খেতে বসেছে তখন থেকেই ডাকাতরা ফলো করেছে। আবার কৌশলে প্রবাসীদের গাড়িতে জিপিআরএসও লাগিয়ে থাকতে পারে ডাকাতরা। ঐটা অপেক্ষাকৃত নির্জনস্থান। ফলে ঐখানেই তারা টার্গেট করে। আমরা ঐ এলাকাসহ আশপাশের সড়কে নিরাপত্তা বাড়িয়েছি।’ বিস্তারিত