মাঠ প্রশাসনে অস্বস্তি নানা চাপে ভালো নেই কর্মকর্তারা

মাঠ প্রশাসনে অস্বস্তি নানা চাপে ভালো নেই কর্মকর্তারা

প্রশাসনে নানা রদবদল আর ওএসডির কারণে অন্যরকম পরিবেশ বিরাজ করছে সরকারের শীর্ষ প্রশাসনিক দপ্তর বাংলাদেশ সচিবালয়ে। এর রেশ পড়েছে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও। সব মিলিয়ে অস্বস্তিতে রয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। বিভিন্ন জেলা-উপজেলায় নানামুখী চাপ ও তদবিরে অনেকটা অতিষ্ঠ। অনেকেই মাঠ থেকে উঠে আসতে ব্যক্তিগত যোগাযোগও করছেন সিনিয়রদের সঙ্গে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিবালয় ও মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিগত সরকারের সময়ে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তাদের কাউকে বাধ্যতামূলক অবসর আর অনেককে ওএসডি করায় নানা আতঙ্ক ছড়িয়েছে অন্য কর্মকর্তাদের মধেও। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাঠ প্রশাসনে নানামুখী তদবিরও বেড়েছে।

একটি সূত্র জানায়, আওয়ামী লীগ ও তাদের নেতা-কর্মীরা পলাতক থাকায় অন্য দলগুলোর অনুসারীরা ফায়দা নিতে সরকারি দপ্তরে ছুটছেন। বিভিন্ন স্থানে সমন্বয়ক পরিচয়েও নানা চাপ তৈরি করা হচ্ছে। রাজনৈতিক দল ও সমন্বয়ক পরিচয়ধারীদের চাপে অনেকটা অতিষ্ঠ মাঠে দায়িত্ব পালন করা কর্মকর্তারা। যদিও প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। কিছু বললে যদি ওই কর্মকর্তার নামে আন্দোলন বা দোসরের ট্যাগ লাগানো হয় সে ভয়ে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ