কক্সবাজার-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়িসহ বিস্তীর্ণ এলাকা দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে গরু এবং ইয়াবা, ক্রিস্টাল মেথসহ বিভিন্ন মাদকদ্রব্য। আর একইভাবে বাংলাদেশ থেকে মিয়ানমারে যাচ্ছে নানা ধরনের নিত্যপণ্য।
অভিযোগ পাওয়া গেছে, প্রভাবশালী সিন্ডিকেট মিয়ানমার থেকে অবৈধভাবে গরু এনে প্রকাশ্যে হাটে তুলে ‘বাজার-সিøপ’-এর মাধ্যমে বৈধতা দিয়ে পাঠিয়ে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। চোরাই গরু বৈধ করার প্রধান বাজার হিসেবে পরিচিত সীমান্তবর্তী রামু উপজেলার গর্জনিয়া বাজারটি এবার রেকর্ড ২৫ কোটি টাকায় ইজারা নিয়েছেন রামু উপজেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম। গত বছর বাজারটির ইজারা হয়েছিল আড়াই কোটি টাকায়। এবার ইজারা হয়েছে ১০ গুণ বেশি। এ যুবদল নেতার টাকার উৎস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রশ্ন তুলেছেন। ফলে গর্জনিয়া বাজার ইজারা এখন ‘টক অব দ্য কক্সবাজার’। জানা গেছে, নিজের দলীয় লোকজন দিয়ে আগে বাজারটির নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ বাজার থেকে গরু বিক্রির কারবার করায় শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খামারিরা।বিস্তারিত