নির্বাচন কমিশনে চলছে মহাকর্মযজ্ঞ। আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা। জুলাইয়ে প্রস্তুতিমূলক কাজ শেষ করে আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সংলাপে দলগুলোর কাছে প্রস্তুতি তুলে ধরবে ইসি। এ জন্য তফসিলের আগে ছয় মাসের নির্বাচনি রোডম্যাপ (কর্মপরিকল্পনা) নিয়ে এগিয়ে যাচ্ছে সাংবিধানিক এই সংস্থাটি।
ইসির কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে বলেছে কমিশন। ডিসেম্বরে ভোট করতে অক্টোবরে তফসিল দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নতুন দলের আবেদন নেওয়ার পর তা যাচাইবাছাই করতে তিন-চার মাস সময় লাগে। সে হিসেবে আগস্টের মধ্যে কাজটি শেষ করতে চায় বর্তমান কমিশন। এ ছাড়া নির্বাচনি মালামাল সংগ্রহ থেকে শুরু করে নির্বাচনি আইন; সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজও শেষ হবে জুলাই-আগস্টের মধ্যে।বিস্তারিত