নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে কয়েক লাখ শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাগুলোকে তাগিদ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই দুই দফা চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা যায়, প্রতি বছরই সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ পদ খালি ছিল। এসব শূন্যপদের বড় অংশটিই ১৩ থেকে ২০তম গ্রেডের অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণির। সবশেষ তথ্য অনুযায়ী, প্রশাসনে ৪ লাখ ৭৩ হাজার একটি পদ খালি রয়েছে। ১৩ থেকে ১৬তম পর্যন্ত (তৃতীয় শ্রেণি) শূন্যপদ ১ লাখ ৪৪ হাজার ৬৫৪টি, ১৭ থেকে ২০তম গ্রেডের চতুর্থ শ্রেণির শূন্যপদ ১ লাখ ২৫ হাজার ২৪৫টি। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের এখতিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর-সংস্থার থাকলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদগুলোতে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
লোকবলের ঘাটতির কারণে প্রশাসনিক কাজে বিঘ্ন হচ্ছে বলে জানান বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে এক মাসের মধ্যে শূন্যপদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৫ মার্চ সরকারি চাকরিতে শূন্যপদে (৯ম থেকে ১২তম গ্রেড) নিয়োগের জন্য আরেকটি চিঠি দিয়েছে। ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার শূন্যপদে নিয়োগের তথ্য সাত দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়সহ দপ্তর-অধিদপ্তরগুলোর কাছে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন-ক্যাডার শূন্যপদের সংখ্যা প্রায় ১ লাখ ৭২ হাজার। এর মধ্যে ৪৩ থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) ৬ হাজার ২৬৯টি পদে নিয়োগের লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অনুরোধপত্র পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আশা করা যাচ্ছে দ্রুতই শূন্যপদগুলো পূরণ হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অনেক কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। জানা গেছে, তৃতীয় শ্রেণির অনুমোদিত পদের সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ৬২৬টি। এসব পদে কর্মচারী রয়েছেন ৬ লাখ ২০ হাজার ৯৭২ জন। অন্যদিকে চতুর্থ শ্রেণির পদ ৫ লাখ ১৮ হাজার ৭৮৩টি। এ পদের বিপরীতে লোকবল আছেন ৩ লাখ ৯৩ হাজার ৫৩৮ জন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২২ সালে প্রশাসনে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্যপদ ছিল। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণিরই খালি পদ ছিল ৩ লাখ ৩৪ হাজার। ২০২১ সালে প্রশাসনে শূন্যপদ ছিল ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি। ২০২০ সালে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ খালি ছিল প্রশাসনে।
এদিকে ক্যাডার পদ পূরণের উদ্যোগও নেওয়া হয়েছে। ৪৪ থেকে ৪৭তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদে অন্তত ১৮ হাজারের বেশি নিয়োগ দেওয়া হবে। এর আগে গত ২ ডিসেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ প্রশাসনের শূন্যপদ পূরণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।