এনসিপির সংবাদ সম্মেলন হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক বিচার চলাকালে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

এনসিপির সংবাদ সম্মেলন হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক বিচার চলাকালে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক এবং রাজনৈতিক দল নয়। এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশে গণহত্যা চালিয়েছে। বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গতকাল রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সাত মাস পার হলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, জুলাইয়ে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের অপরাধের সুস্পষ্ট আন্তর্জাতিক প্রতিবেদন থাকার পরও বিচারিক প্রক্রিয়ায় ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। এনসিপি জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদী রেজিমের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর মতামত দেওয়ার কোনো এখতিয়ার নেই। ‘আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই’ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার করা এমন মন্তব্যের নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসনবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম-খুনের বিচারের আগে রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায় থেকে এ ধরনের বক্তব্য অনাকাক্সিক্ষত। এনসিপি মনে করে, নির্বাচনের আগে এসব বিচারিক কার্যক্রমের অগ্রগতি দৃশ্যমান হতে হবে। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের সব প্রচেষ্টা রুখে দিতে এনসিপি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নজিরবিহীনভাবে আওয়ামী লীগের উৎখাত ঘটেছে। আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক কাঠামোর বাইরে অবস্থান করছে। বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের যে কোনো আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, আওয়ামী মতাদর্শ, দল এবং মতাদর্শের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬ জুলাই তাদের রায় দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সব অধিকার হারিয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ, তাদের সহযোগী সব ব্যক্তি এবং সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এনসিপি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আওয়ামী লীগকে বিদায় করেছে। আমরা বারবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের কথা জানিয়েছি। সারা দেশে এনসিপির নেতৃত্বে দলের সমর্থক, শুভাকাক্সক্ষী ও ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ প্রমুখ। দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ। রাজনীতি, রাজনীতিবিদদের হাতে থাকা উচিত।

আওয়ামী লীগ নিষিদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ : বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি হলপাড়া, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী বলেন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। দুই হাজারের অধিক শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের শপথ, আমাদের দেহে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব না। ভালো আর খারাপ আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ মানেই কসাই, গণহত্যাকারী, খুনি। নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। এ ছাড়াও এদিন বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

জাবি প্রতিনিধি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, বাংলাদেশে কারা রাজনীতি করবে তা ঠিক করবে বাংলাদেশের ছাত্র-জনতা। পার্শ্ববর্তী কোনো দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। সেনাবাহিনীকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা জনগণের পাশে থাকুন। আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে ৫ আগস্ট ছাত্র-জনতা শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আপনাদের ক্ষেত্রেও একই রায় দেবে।

রাবি প্রতিনিধি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে গণহত্যার বিচার দাবিও করা হয়। গতকাল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে নগরীর তালাইমারী মোড়ে সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আবু সাঈদ ও মুগ্ধ হত্যার পরই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। আওয়ামী লীগের দোসর হিসেবে যদি জলপাই রঙের কোনো বাহিনী কিংবা রাজনৈতিক দল চেষ্টা করে তাদের অবস্থাও পতিত ফ্যাসিস্টদের মতো হবে। ইবি প্রতিনিধি জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকাল ৫টা থেকে থেকে রাত ৮টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

রাজনীতি শীর্ষ সংবাদ