অনলাইন ডেস্ক
জুলাই রিভাইভস কর্মসূচির প্রথম দিনে বিএনপি, জামায়াত এবং এবি পার্টির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবীতে ঐক্যবদ্ধভাবে জোড়ালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ এর নেতারা।
সোমবার সংগঠনের নেতারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন।
গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের সংগঠক সালাউদ্দিন আম্মার বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আন্দোলন চালিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও তাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন।
তিনি আরো বলেন, আমরা আত্মবিশ্বাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হবেই।
তিনি নিজ নিজ এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হতে সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।