ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

 

বিশ্বের বড় বড় শহরগুলোতে বায়ুদূষণ দিন দিন আরো ভয়াবহ হচ্ছে এবং এর মধ্যে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এ শহরগুলোর বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালেও দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে অবস্থান করছে। ঢাকার বাতাসও আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দিল্লির বায়ুমান স্কোর ছিল ২৯৭, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। একই সময়ে ঢাকা ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম স্থানে রয়েছে।

এছাড়া, নেপালের কাঠমান্ডু ২২০ স্কোর নিয়ে দ্বিতীয়, পাকিস্তানের লাহোর ১৮৭ স্কোর নিয়ে তৃতীয়, মিশরের কায়রো ১৭১ স্কোর নিয়ে চতুর্থ এবং মিয়ানমারের ইয়াঙ্গুন ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

জাতীয় পরিবেশ শীর্ষ সংবাদ