ফের উত্তপ্ত হবে রাজপথ ♦ সুস্পষ্ট নির্বাচনি রোডম্যাপ দাবি ♦ চলতি মাসেই রাজধানীসহ সারা দেশে সভাসমাবেশ করবে বিএনপি ♦ সাক্ষাৎ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে

ফের উত্তপ্ত হবে রাজপথ ♦ সুস্পষ্ট নির্বাচনি রোডম্যাপ দাবি ♦ চলতি মাসেই রাজধানীসহ সারা দেশে সভাসমাবেশ করবে বিএনপি ♦ সাক্ষাৎ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে

‘ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ প্রধান উপদেষ্টার এই ঘোষণার প্রতি আস্থা রাখতে পারছে না দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক সংগঠন। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, এ নিয়ে সুস্পষ্ট ঘোষণা চায় দলগুলো। এ নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানতে আগামী সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ ছাড়া দাবি আদায়ে চলতি মাস থেকে রাজধানীসহ বড় শহরগুলোতে সভা-সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। সভা-সমাবেশের মাধ্যমে নির্বাচনের রেডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে।

জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে সরকারের এমন বক্তব্য অস্পষ্ট। স্পষ্টভাবে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের শান্তির ও স্বস্তির জন্য অবিলম্বে নির্বাচনের নির্বাচনি রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই।

সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। দলটি মনে করে, নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। নির্বাচন যত বিলম্ব হবে তত রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাবে। এজন্য দলটি বলছে, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেও মনে করে বিএনপি। কেউ কেউ অসিলা দেখাচ্ছেন সংস্কার করে তারপর নির্বাচন হবে। সংস্কার চলমান প্রক্রিয়া, কোনো সরকারের একার পক্ষে বা সীমিত সময়ের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব হয় না। এজন্য বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানাচ্ছে।বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ