ভিসি ছাড়াই ৩৭ বিশ্ববিদ্যালয়! বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনিয়ম করতেই শীর্ষ এসব পদ ফাঁকা রাখছে মাসের পর মাস

ভিসি ছাড়াই ৩৭ বিশ্ববিদ্যালয়! বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনিয়ম করতেই শীর্ষ এসব পদ ফাঁকা রাখছে মাসের পর মাস

লাগামহীনভাবে চলছে দেশের বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। সরকারের নির্দেশনা তোয়াক্কা না করা, বিধিবহির্ভূতভাবে একাডেমিক প্রোগ্রাম পরিচালনা, দীর্ঘ সময়েও স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া, যেনতেনভাবে পাঠদান শেষে সার্টিফিকেট প্রদান ছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্প্রতি (গত মার্চে) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি তথা আচার্য কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য নেই। উপ-উপাচার্য নেই ৮৬টি বিশ্ববিদ্যালয়ে। আর ৩৭ বিশ্ববিদ্যালয়ে নেই কোষাধ্যক্ষ (ট্রেজারার)। এমন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোষাধ্যক্ষ নিয়োগ দেয়নি। সরকার চেষ্টা করেও সফল হতে পারছে না লাগামহীন এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে।

ইউজিসি সূত্র বলছেন, বিশ্ববিদ্যালয়গুলো অনিয়ম করতেই শীর্ষ এসব পদ ফাঁকা রাখছে মাসের পর মাস, বছরের পর বছর। খেয়ালখুশিমতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেই তারা এ অনিয়ম করে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী ও একাডেমিক কর্মকর্তা হলেন উপাচার্য (ভিসি)। তিনি সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।বিস্তারিত

শিক্ষা শীর্ষ সংবাদ