আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা-মাকে খুন করেছে এক কিশোর। নতুনভাবে প্রকাশিত আদালতের নথির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে জানা গেছে, উইসকনসিন অঙ্গরাজ্যের নিকিতা ক্যাসাপ নামের ১৭ বছর বয়সী ওই কিশোর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন স্বীকারোক্তিই দিয়েছে।
কিশোরের বিরুদ্ধে অভিযোগ, সে শুধু বাবা-মাকে খুন করেই ক্ষান্ত হয়নি, সরকারের পতন ঘটানোরও পরিকল্পনা করেছিল।
গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা।
এরপর নগদ ১৪ হাজার ডলার, পাসপোর্ট এবং পালিত কুকুর নিয়ে পালায়। এর আগে কয়েক সপ্তাহ ধরে বাবা–মায়ের মৃতদেহের সঙ্গেই বাড়িতে থেকেছে সে। অবশেষে, গত মাসে কানসাসে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ লাখ ডলার বন্ডে ওয়াউকেশা কাউন্টি জেলে আটক ক্যাসাপকে আগামী মাসে আদালতে হাজির করা হবে। কাউন্টি প্রসিকিউটররা ফেডারেল অভিযোগের একটি আভাস দিয়েছেন। সেটি গত শুক্রবার প্রকাশিত এফবিআই ওয়ারেন্টে (পরোয়ানা) বিশদভাবে বর্ণনা করা হয়েছে।
ফেডারেল কর্তৃপক্ষ ক্যাসাপের বিরুদ্ধে বাবা-মাকে হত্যার পরিকল্পনা, ড্রোন এবং বিস্ফোরক কেনা এবং একজন রুশ ভাষাভাষীসহ অন্যদের সঙ্গে তার পরিকল্পনা শেয়ার করার অভিযোগ এনেছে। অ্যাডলফ হিটলারের প্রশংসামূলক তিন পৃষ্ঠার ইহুদি-বিদ্বেষী ইশতেহারে সে তার উদ্দেশ্য বিশদভাবে বর্ণনা করেছে। মিলওয়াকির ফেডারেল আদালত থেকে জারি করা পরোয়ানায় টিকটক এবং টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্যও যুক্ত করা হয়ে