বিদেশে প্লট-ফ্ল্যাট রাজনীতিবিদদের ► ২৪৪ ফ্ল্যাট, ২০ প্লট ও ৭৯ অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক ► অভিযানে ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ

বিদেশে প্লট-ফ্ল্যাট রাজনীতিবিদদের ► ২৪৪ ফ্ল্যাট, ২০ প্লট ও ৭৯ অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক ► অভিযানে ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ

বিদেশে রাজনীতিবিদদের ২৪৪টি ফ্ল্যাট, ২০টি প্লট এবং ৭৯টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত এক বছরের অনুসন্ধানে এসব সম্পদের সন্ধান পায় সংস্থাটি। সংশ্লিষ্টরা জানান, এই সময়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ করেছেন তারা। সূত্র জানায়, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ওই সব ফ্ল্যাট ও প্লটের খোঁজ পান দুদক কর্মকর্তারা। বিগত সরকারের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা এসব দেশে সম্পদের পাহাড় গড়ে তোলেন।

দুদকের তথ্যানুযায়ী, ২০২৪ সালে সম্পদ জব্দ ও অবরুদ্ধের ৯১টি আদেশ হয়েছে। এর মধ্যে দেশে ২৮১ দশমিক ১৭ একর জমি রয়েছে। এসবের দলিলমূল্য ৬৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯২ টাকা। জব্দ হওয়া ৮৪টি বাড়ি কিংবা ভবন রয়েছে, এর মূল্য ৬৫ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৮৪৭ টাকা। ২২ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ২৭০ টাকার ৮০টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। ২ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৩৭ টাকার ১৬টি প্লট এবং ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৪৯১ টাকার ১টি অ্যাগ্রো ফার্ম জব্দ করা হয়েছে। এ ছাড়াও ৮১ লাখ ৪০ হাজার টাকার ৮টি গাড়ি, ৭৮ লাখ ৫০ হাজার টাকার ১টি রিসোর্ট, ৩ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ২৯২ টাকার ১১টি দোকান ও কমার্শিয়াল স্পেস, ৩৭ লাখ ২৯ হাজার টাকার ১টি অফিস স্পেস, ৬ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার ৬টি বাণিজ্যিক স্পেস এবং ২ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০৪ টাকার একটি বাণিজ্যিক স্পেস জব্দ করা হয়। ৬৯টি নথিতে জব্দ হওয়া এসব সম্পদের দলিলমূল্য প্রায় ১৭০ কোটি ৫৫ লাখ ৩২ হাজার ৩৩ টাকা। এদিকে    ৩৮টি নথিতে ৫৫০টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য রাজনীতি শীর্ষ সংবাদ