ডিজিটাল রিপোর্ট
‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছেন উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি অংশে এই মিছিল করেছে তারা।
৫ আগস্ট পরবর্তীতে সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে ছাত্রলীগ এই মিছিল করেছে।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম।
তিনি বলেন, আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তে এরইমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।