কাশ্মীরে হামলা  একে-৪৭ দিয়ে ৫০-৭০ রাউন্ড গুলি চালায় ছদ্মবেশী চার সন্ত্রাসী

কাশ্মীরে হামলা একে-৪৭ দিয়ে ৫০-৭০ রাউন্ড গুলি চালায় ছদ্মবেশী চার সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্ক

 

সূত্র জানায়, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্তকারী সংস্থাগুলো নিশ্চিত হয়েছে যে, হামলায় চারজন সশস্ত্র ব্যক্তি অংশ নিয়েছিল।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চারজন সন্ত্রাসী ছদ্মবেশে বাইসরান উপত্যকায় উপস্থিত হয়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়। তাদের হাতে ছিল আমেরিকান এম৪ কারবাইন এবং একে-৪৭ রাইফেল। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বাইসরান উপত্যকায় এই হামলার পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৫০ থেকে ৭০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

সূত্র জানায়, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্তকারী সংস্থাগুলো নিশ্চিত হয়েছে যে, হামলায় চারজন সশস্ত্র ব্যক্তি অংশ নিয়েছিল। এর মধ্যে দুজনের পরিচয়ও চিহ্নিত হয়েছে বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

হামলার সময় বাইসরান ছিল পর্যটকে পূর্ণ। এটি পহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে একটি জনপ্রিয় প্রাকৃতিক প্রাঙ্গণ, যা ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা হঠাৎ জঙ্গলের দিক থেকে বেরিয়ে এসে গুলি ছুঁড়তে শুরু করে।

এক স্থানীয় ব্যবসায়ী নেতা বলেন, ‘ঘটনার প্রায় আধঘণ্টা পরে আমি সেখানে পৌঁছাই। চারদিকে লাশ ছড়িয়ে ছিল। অনেক আহত পর্যটক আতঙ্কে অসংলগ্ন হয়ে পড়েছিলেন। আমরা তাদের সাহস দেয়ার চেষ্টা করি।‘ তিনি আরো নিশ্চিত করেন, নিহতদের মধ্যে একজন স্থানীয় ঘোড়াচালকও রয়েছেন।

সূত্রে আরো জানা গেছে, কেন্দ্রীয় সরকার এই মামলাটি জম্মু ও কাশ্মীর পুলিশের কাছ থেকে নিয়ে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ