অনলাইন ডেস্ক
বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
২৭৩ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের শহর লাহোর, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। একই সময়ে ২৩৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এদিকে ১৯৯ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। আর ১২৬ স্কোর নিয়ে ১৪তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।