আট মাসে ২৪ নতুন দল, রাজনীতিতে কৌতূহল প্রতিটি নির্বাচনের আগে এরকম নতুন নতুন দলের আত্মপ্রকাশ ঘটে, ঘুরেফিরে চেনা কিছু মুখ পুরোনো মঞ্চ ছেড়ে নতুনভাবে সামনে আসেন সংকটকালীন রাজনৈতিক দল গঠনের প্রবণতা বেশি থাকে: কাজী মাহবুবুর রহমান, ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক

আট মাসে ২৪ নতুন দল, রাজনীতিতে কৌতূহল প্রতিটি নির্বাচনের আগে এরকম নতুন নতুন দলের আত্মপ্রকাশ ঘটে, ঘুরেফিরে চেনা কিছু মুখ পুরোনো মঞ্চ ছেড়ে নতুনভাবে সামনে আসেন সংকটকালীন রাজনৈতিক দল গঠনের প্রবণতা বেশি থাকে: কাজী মাহবুবুর রহমান, ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক

দেশে রাজনীতিতে চলছে দল গঠনের প্রতিযোগিতা। নানা নাম আর প্রতিশ্রুতি নিয়ে আগমন হচ্ছে একের পর এক রাজনৈতিক দলের। আওয়ামী লীগের পতনের পর গত আট মাসে আত্মপ্রকাশ করেছে ২৪টি রাজনৈতিক দল। এ নিয়ে রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি হয়েছে। যদিও প্রতিটি নির্বাচনের আগে এরকম নতুন নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। ঘুরেফিরে চেনা কিছু মুখ পুরোনো মঞ্চ ছেড়ে নতুনভাবে সামনে আসেন।  এদিকে গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন দলের আগমন ইতিবাচক হলেও প্রচলিত ধারায় দলগুলোর বেশির ভাগের টিকে থাকা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, শুধু ইচ্ছা হলো, আর একটা পলিটিক্যাল দল নিয়ে আসলাম, এটা হলে কিন্তু ঘটনা আগের মতোই হবে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে আবার নিমিষেই ঝরে যাবে।

বিগত কয়েক দশক ধরে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত বিএনএম-এ যোগ দিয়ে নোঙর মার্কা প্রতীকে অংশ নেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। কিন্তু বিপুল ভোটে পরাজিত শুধু নন তার জামানতও বাজেয়াপ্ত হয় এবং তিনি তৃতীয় স্থান পান। বিএনএমে যোগ দিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ ছাড়েন তিনি। সর্বশেষ গত শুক্রবার বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থেকে পদত্যাগ করে জনতার পার্টি বাংলাদেশে যোগদান করেন তিনি। তাকে পার্টির উপদেষ্টা পদ দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি আট বার দল পরিবর্তন করলেন। ‘জনতা পার্টি বাংলাদেশ’র মহাসচিবের দায়িত্ব পেয়েছেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। দলীয় ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে’ লিপ্ত থাকার অভিযোগে ২০২৩ সালের ২১ মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলের সব পদ থেকে ‘বহিষ্কার’ করা হয়। এর কয়েক দিন আগে বনানীতে জাতীয় ইনসাফ কমিটি (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) নামের এক সংগঠনের ব্যানারে এক অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন করে নতুন সংবিধান প্রণয়ন ও তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, আমরা কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এই নতুন দল গঠন করিনি।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ