ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলা চালিয়ে গত সপ্তাহে ২৮ পর্যটক হত্যার ঘটনাকে কেন্দ্র ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতের পর শুক্রবার রাতেও দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান তাদের যুদ্ধ-প্রস্তুতির বিবরণ দিয়ে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকবাহিনী পুরো প্রস্তুত রয়েছে। পাশাপাশি পাকিস্তান সরকারের পক্ষ থেকে পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তও দাবি করা হয়েছে। অন্যদিকে ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি গতকাল গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করে ‘ভারতীয় সামরিক তৎপরতার’ কোনো খবর বা ভিডিওচিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে-বিপক্ষে কিছু না উল্লেখ করে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন, তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। এ ছাড়া উত্তেজনা নিরসনের পক্ষে এদিন ইরান ও সৌদি আরব মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি, এনডিটিভি, ডন, আলজাজিরা।
প্রাপ্ত খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতে কাশ্মীর ও লাদাখ সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটে। এর আগের রাতেও দুই পক্ষের মধ্যে একই ধরনের ঘটনা ঘটে। ভারতের সেনা কর্মকর্তারা বলেছেন, সীমান্তের ওপারের একাধিক পাকিস্তানি সেনাচৌকি থেকে গুলি ছোড়া হয়। তার উপযুক্ত জবাব দিয়েছেন ভারতীয় সেনারা। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘২৫-২৬ এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখাজুড়ে একাধিক পাকিস্তান সেনাচৌকি থেকে বিনা উসকানিতে ছোট আকারে গুলি চালানো হয়।বিস্তারিত