আমার এক ছোটভাই বলল, ভালোই যন্ত্রণায় পড়া গেল ভাই। আপনি চোখ বন্ধ করে এই যন্ত্রণার নাম দিতে পারেন ‘অটোযন্ত্রণা’। আমি বললাম, নাম চোখ বন্ধ করে দেব নাকি চোখ খুলে দেব, সেই সিদ্ধান্ত আমার। তোকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তুই শুধু বল কী ধরনের যন্ত্রণায় পড়েছিস। ছোটভাই বলল, যন্ত্রণাটা আসলেই অটোযন্ত্রণা। মানে অটোরিকশা সংশ্লিষ্ট। আমি বললাম, কী রকম? ছোটভাই বলল, তাহলে বিস্তারিত শোনেন। নিউমার্কেট যাওয়ার জন্য ব্যাটারিচালিত রিকশায় উঠেছিলাম। কিন্তু কিছু দূর এগোতেই দেখি আরও শত শত অটোরিকশা মিলে এমন যানজটের সৃষ্টি করেছে, কী আর বলব। আপনি যা-ই বলেন ভাই, এই যন্ত্রণা মেনে নেওয়া যায় না। এ অবস্থা থেকে মুক্তির উপায় কী? আমি বললাম, মুক্তির উপায় তো অনেকই আছে। তবে সেসব উপায় অনুযায়ী কাজ করতে গেলে ঝামেলা বাড়বে বই কমবে না।বিস্তারিত