কেমন চলছে ঢাকার দুই সিটি জলজট ডেঙ্গুর চ্যালেঞ্জ একগুচ্ছ উদ্যোগ উত্তরে

কেমন চলছে ঢাকার দুই সিটি জলজট ডেঙ্গুর চ্যালেঞ্জ একগুচ্ছ উদ্যোগ উত্তরে

জলজট নিরসন, মশা নিয়ন্ত্রণ, দখল হওয়া রাস্তা-ফুটপাত, মাঠ, খাল, উদ্ধারসহ নাগরিক সেবা নিশ্চিতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জনগণের দোরগোড়ায় গিয়ে সমস্যা জানতে প্রতিটি ওয়ার্ডে গণশুনানির আয়োজন করা হচ্ছে। নগর ঢেলে সাজাতে রাস্তা-ড্রেন সংস্কার, খাল পরিষ্কার, শহরে নিরাপদ অটোরিকশা নামানোর মতো একগুচ্ছ উদ্যোগ নিয়ে কাজ করছে ডিএনসিসি।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর সেবা সহজীকরণে এবং ভোগান্তি দূরীকরণে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। যেসব কর্মকর্তা-কর্মচারী ঠিকমতো কাজ করবে না তাদের ঘুম হারাম করে দেব। ঢাকায় যে ভৌত অবকাঠামো করা হয়েছে সেগুলো পরিকল্পনাবিহীন। ঢাকা সিটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। মাঝখানে তিমি মাছের পেটের মতো। খালগুলো সব পূর্ব-পশ্চিমমুখী। জলবিদ্যা মেনে ঢাকার উন্নয়ন হয়নি। এখানে যে যার মতো উন্নয়ন করেছে।’

তিনি আরও বলেন, ‘ডিএনসিসির নতুন ও পুরোনো এলাকাগুলোর মধ্যে মূল কিছু পার্থক্য রয়েছে। পুরোনো এলাকার রাস্তা ও ড্রেনসহ অন্যান্য উন্নয়ন করা হয়েছে। কিন্তু সেসব এলাকায় সমস্যা রয়েছে মাঠ, পার্ক ও ফুটপাত এসব দখল। আমরা এগুলো দখলমুক্ত করতে কাজ করছি। আর ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের রাস্তা, ড্রেন, ফুটপাত এগুলো নির্মাণ করতে হবে। নতুন ওয়ার্ডগুলোকে পরিকল্পনা করে সাজানো হবে।বিস্তারিত

শীর্ষ সংবাদ স্বাস্থ্য