আপাতত হার্ডলাইন নয় দ্রুত নির্বাচন আদায়ে নরমে গরমে চলবে বিএনপি, নানান কর্মসূচিতে সরকারের ওপর চাপ বাড়ানো হবে, ধাপে ধাপে আসবে কঠোর পদক্ষেপ

আপাতত হার্ডলাইন নয় দ্রুত নির্বাচন আদায়ে নরমে গরমে চলবে বিএনপি, নানান কর্মসূচিতে সরকারের ওপর চাপ বাড়ানো হবে, ধাপে ধাপে আসবে কঠোর পদক্ষেপ

দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে অনবরত চাপে রাখতে চায় দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সহযোগিতাও অব্যাহত রাখা হবে সরকারের প্রতি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়। তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে। এ নিয়ে সরকারের সঙ্গে দেনদরবার ছাড়াও যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রেখেছে দলটি। সরকারের ওপর চাপ তৈরির অংশ হিসেবে তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এরপর সংবাদ সম্মেলন করে আবারও অবস্থান ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনে যুগপৎ কর্মসূচি দেবে তারা।

জানা গেছে, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের মাধ্যমে চাপ বাড়াতে চায় বিএনপি। এজন্য বছরব্যাপী নানান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে জনসম্পৃক্তিমূলক কর্মসূচি পালনের কৌশল নিয়েছে দলটি। এর মাধ্যমে একদিকে যেমন সরকারের ওপর চাপ সৃষ্টি হবে, অন্যদিকে তেমনি দলীয় নেতা-কর্মীরাও চাঙা ও শক্তিশালী হবে। দলও আরও সুসংহত ও সুসংগঠিত হবে। জনগণের সঙ্গে নেতা-কর্মীদের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি নির্বাচনি প্রস্তুতির কাজও অনেকটা এগিয়ে যাবে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ