গণপরিবহনে শৃঙ্খলা কতদূর ► সাত বছরেও বাস রুট কমিটি দৃশ্যমান কিছু করতে পারেনি ► হোঁচট খেল গোলাপি বাসও

গণপরিবহনে শৃঙ্খলা কতদূর ► সাত বছরেও বাস রুট কমিটি দৃশ্যমান কিছু করতে পারেনি ► হোঁচট খেল গোলাপি বাসও

এ বিষয়ে বিআরটিএ মুখপাত্র ও পরিচালক  (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে

 

কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না রাজধানীর গণপরিবহনে। সরকারের পক্ষ থেকে বাস রুট রেশনালাইজেশন কমিটি করা হলেও সাত বছরেও তেমন কোনো অগ্রগতি নেই। কমিটির দেওয়া ঢাকা নগর পরিবহন নামমাত্র একটি রুটে চললেও এখন বন্ধ হওয়ার উপক্রম।

একই সঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতি গত ফেব্রুয়ারি মাসে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গোলাপি রংয়ের বাস চালু করে। কিছুদিন পর তাও বন্ধ হয়ে যায়। ফলে গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি থেকে রেহাই মিলছে না। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর গঠন করা হয় বাস রুট রেশনালাইজেশন (পুনর্বিন্যাস) কমিটি। সেই হিসাবে এই কমিটির সাত বছরের মেয়াদ শেষ হচ্ছে। এই সময়ে তারা কিছু কাজ করলেও তা গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে উল্লেখযোগ্য নয়। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আর সদস্যসচিব ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। কমিটিতে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ডিএমপি পুলিশ কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধিরা বিস্তারিত 

জাতীয় শীর্ষ সংবাদ