অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর

 

ডিজিটাল ডেস্ক

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। তবে, গতকালের চেয়ে দূষণ কিছুটা কম। গতকালের তুলনায় বৃহস্পতিবার (৮ মে) রাজধানী শহরের বায়ুতে ক্ষতিকর কণার পরিমাণ কম রেকর্ড করা হয়েছে।

বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ১০টা ২০র রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান আজ ১৪২, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ চতুর্থ স্থানে।

আজ এখনো পর্যন্ত দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ২০২, যা খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। এছাড়া বায়ুমানের তালিকায় ২০০ স্কোর নিয়ে ২য় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। আর ৩য় চীনের বেইজিং। শহটির বায়ুমান স্কোর (১৭১)

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

পরিবেশ শীর্ষ সংবাদ