রবীন্দ্রজয়ন্তী আজ চিরভাস্বর কবিগুরু

রবীন্দ্রজয়ন্তী আজ চিরভাস্বর কবিগুরু

নিজস্ব প্রতিবেদক

 

আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। উৎসবের আমেজে বাঙালি তা উদযাপনও করে থাকে। বিশ্বদরবারে বাংলা সাহিত্যকে অনন্য মর্যাদার আসনে বসিয়েছেন যিনি, তাঁর জন্মবার্ষিকী উদযাপনে প্রতিবছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।

এবারের প্রতিপাদ্য ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।
রবীন্দ্রনাথ প্রেম-প্রীতি আর মানুষের বিবেক ও মানবতাবোধকে জাগানোর কথা বলেছেন। মানবিক ও অধিকার পরিপ্রেক্ষিতনির্ভর সমাজচেতনার কথা বলেছেন। যাবতীয় মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে তাঁর রচনায়।

বাঙালির সব আন্দোলন-সংগ্রামে, সমস্যা-সংকটে তাঁর গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা। শান্তি, মানবকল্যাণ ও শ্রেয়োবোধের যে নিরন্তর প্রত্যয় ব্যক্ত হয়েছে তাঁর সৃষ্টিতে, ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ প্রতিপাদ্যে সেসব আজ আবারও আলোচিত হবে। রবীন্দ্রনাথ জমিদারির কাজে এসে পূর্ব বাংলাকে দেখেছেন খুব কাছ থেকে। যে ‘গীতাঞ্জলি’র জন্য নোবেল পুরস্কার অর্জন, সেই ‘গীতাঞ্জলি’ এবং তাঁর আরো অনেক বিখ্যাত রচনার সৃষ্টি বাংলাদেশের এই মাটিতে।
তরুণ রবীন্দ্রনাথ জমিদারি সামলানোর গুরুদায়িত্ব নিয়ে এলেন শিলাইদহ।

পদ্মা নামের ছোটে বোটে ভেসে থাকেন। শিলাইদহ লাগোয়া পদ্মা নদীতে বোট ভাসিয়ে চলে যান ইছামতী, চলনবিল, আত্রাই, নাগর নদী, যমুনা পেরিয়ে সিরাজগঞ্জের খাল বেয়ে শাহজাদপুরে। নদীমাতৃক বাংলাদেশের প্রেমে পড়েন। কলকাতায় চিঠি লিখেছেন, ‌‘পৃথিবী যে কী আশ্চর্য সুন্দরী এবং কী প্রশস্ত প্রাণ এবং গভীরভাবে পরিপূর্ণ তা এইখানে না এলে মনে পড়ে না।’
প্রকৃতি আর জীবনযাত্রা দুই-ই তাঁকে তুমুলভাবে আকৃষ্ট করে। তাঁর গতিময় কলমে এর প্রভাব পড়ে সরাসরি। অনেক পরে কবিগুরুর পুত্রধন রথীন্দ্রনাথ লেখেন, ‘বাবার গদ্য ও পদ্য দুরকম লেখারই উৎস যেমন খুলে গিয়েছিল শিলাইদহে, এমন আর কোথাও হয়নি।’ আনিসুজ্জামান তাঁর এক লেখায় লেখেন, ‘সোনার তরী-চিত্রা-কণিকা-কথা-কাহিনি-কল্পনা-ক্ষণিকার বহু কবিতা এখানেই লেখা। চিরকুমার সভা নাটক এবং চোখের বালি উপন্যাসেরও পত্তন এখানে। আর এখানে রচিত হয় অজস্র গান।’

বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র রচয়িতাও তিনি। যে দেশের মাটি, মানুষ, জল ও হাওয়া কবিকে আরো বেশি সৃষ্টিশীল করে তুলেছিল, সেই দেশে এবার রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হচ্ছে তাঁর বাংলাদেশ পর্ব স্মরণ করে।

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংগীত-নৃত্য ও পাঠ-আবৃত্তির অনুষ্ঠান, আলোচনাসভা ও শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম। তিনি একই সঙ্গে কবি, সংগীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। বাঙালি হিসেবে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

এবার কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক মনসুর মুসা।

অনুষ্ঠানটি শুরু হবে আজ সকাল সাড়ে ৯টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন বুলবুল ইসলাম ও সুমা রানী রায়। থাকবে নৃত্য পরিবেশনাও।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলা একাডেমি আজ বিকেল ৪টায় একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে একক বত্তৃদ্ধতা, ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। একক বত্তৃদ্ধতা করবেন গবেষক ও সাহিত্য সমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

বরাবরের মতো ছায়ানট দুই দিনের রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। আজ ও আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে তাদের অনুষ্ঠান শুরু হবে। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানিয়েছেন, দুই দিনের এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক সংগীত, নৃত্য, পাঠ-আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রজয়ন্তীর কোনো আয়োজন না থাকলেও আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ শীর্ষক অনুষ্ঠান।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দেশের ২৫ জন চিত্রশিল্পীর ২৫টি শিল্পকর্ম নিয়ে রাজধানীর লালমাটিয়ার দি ইলিউশনস গ্যালারি ‘২৫শে বৈশাখ’ শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। আজ শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ১৭ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যালারির দুয়ার খোলা থাকবে।

জাতীয় বিনোদন শীর্ষ সংবাদ