আরও রণপ্রস্তুতিতে ভারত-পাকিস্তান ফের হামলায় যুদ্ধবিমান ড্রোন ♦ ক্ষেপণাস্ত্রে উড়ে গেল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ♦ জম্মু ও কাশ্মীরের ১৫ সেনাঘাঁটিতে পাক বিমান হামলা ♦ সীমান্তে রাতভর গোলাগুলি ♦ ভারতের ২৫ ড্রোন ভূপাতিত ♦ রাশিয়ান ক্ষেপণাস্ত্র সক্রিয় করল দিল্লি ♦ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা সিঙ্গাপুর

আরও রণপ্রস্তুতিতে ভারত-পাকিস্তান ফের হামলায় যুদ্ধবিমান ড্রোন ♦ ক্ষেপণাস্ত্রে উড়ে গেল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ♦ জম্মু ও কাশ্মীরের ১৫ সেনাঘাঁটিতে পাক বিমান হামলা ♦ সীমান্তে রাতভর গোলাগুলি ♦ ভারতের ২৫ ড্রোন ভূপাতিত ♦ রাশিয়ান ক্ষেপণাস্ত্র সক্রিয় করল দিল্লি ♦ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা সিঙ্গাপুর

মাত্র দুই দিনের ব্যবধানে ভারত ফের হামলা চালিয়েছে পাকিস্তানের লাহোরে। সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ভারত দাবি করেছে। একই সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানি বিমানবহর একযোগে উত্তর-পশ্চিম ভারতের (জম্মুও কাশ্মীর) ১৫টি সামরিক ঘাঁটির ওপর হামলা চালিয়েছে। খবরে বলা হয়, উভয় পক্ষের হামলা-পাল্টা হামলা হয়েছে গতকাল ভোরের দিকে। তাৎক্ষণিকভাবে এ হামলা-পাল্টা হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ৭-৮ মে রাতে পাকিস্তান বিমানবাহিনী উত্তর ও পশ্চিম ভারতের ১৫ সামরিক ঘাঁটির ওপর হামলা চালিয়েছে। এ স্থানগুলোর মধ্যে রয়েছে- অবন্তিপুর, শ্রীনগর, জম্মু, পাঞ্জাবের পাঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, উদমপুর, ভাতুন্দা, চণ্ডীগড়, নাল, উত্তরলাই, গুজরাটের ভুজে। পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে ভারতের প্রতিরোধ আত্মরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা মাধ্যমে এ আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়। ড্রোন ও বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এর পর সকালে ভারতীয় সেনাবাহিনী হাউইৎজার কামান থেকে গোলাবর্ষণ করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করে দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, পাকিস্তান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় কুপওয়ারা, বড়মুল্লাহ, উড়ি, পুঞ্চ, মেন্ধের এবং রাজৌরি সেক্টরে মর্টার ও ভারী কামানের গোলা বর্ষণ তীব্র করে তুলেছে। এ হামলায় পাঁচ নারী ও শিশুসহ ১৬ জনের জীবনহানি ঘটেছে। পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হয়েছে, পাঞ্জাবের গুরুদাসপুরসহ ১৫ জায়গায় ড্রোন হামলার ছক কষেছিল পাকিস্তান। বিস্তারিত

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ