মোটরসাইকেল দুর্ঘটনায় তছনছ জীবন

মোটরসাইকেল দুর্ঘটনায় তছনছ জীবন

সমাজের ধনাট্য ব্যক্তির সন্তানদের পাশাপাশি মধ্য ও নিম্নবিত্ত পরিবারের স্বপ্নের বাহন এখন মোটরসাইকেল। গতিময় মোটরসাইকেল চালানো কারও কারও স্টাইল ও ফ্যাশনেও পরিণত হয়েছে। আবার এ বাহনটি চালিয়ে অনেকে জীবিকানির্বাহ করছেন, অনেকে পরিবারের হাল ধরেছেন, আবার অনেকে নিজেদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। অনেক কর্মজীবী মানুষও যানজটের শহরে মোটরসাইকেলে চলাফেরাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মনে করছেন। এ ছাড়া তীব্র যানজটের কারণে অনেকেই দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করছেন মোটরসাইকেল।

কিন্তু সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। অনেকে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ববরণ করেছেন, বয়ে বেড়াচ্ছেন দুর্বিষহ জীবন। কেউ হারিয়েছেন পা, আবার কেউ হারিয়েছেন হাত। কেউ শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে শুধু নিজে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন না, পরিবারের স্বাভাবিক জীবনে হয়ে উঠেছেন বোঝা। এতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বাবা-মাসহ স্ত্রী-সন্তানদের জীবন তছনছ হচ্ছে। অনেকে ছিলেন একমাত্র উপার্জনকারী, আবার অনেকে ছিলেন মধ্য ও নিম্নবিত্ত পরিবারের স্বপ্ন। তাদের মৃত্যু বা পঙ্গুত্ব সেসব পরিবারের স্বপ্ন বা জীবনকে তছনছ করে দেয়। একটি দুর্ঘটনার ফলে আনন্দ এবং স্বপ্নের বাহন মোটরসাইকেল হয়ে যায় দুঃস্বপ্ন ও দুঃখের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেলের ব্যাপক উপস্থিতি। অন্য যানবাহনের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেল। অনেকে স্টাইল করে নিজের আধিপত্য জানান দিতে, কেউবা প্রেমিকা বা কাছের লোককে দেখাতে, কেউ দ্রুত গন্তব্যে পৌঁছাতে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ছুটছেন। অকালে প্রাণ ঝরছে অনেকের। এতে দীর্ঘমেয়াদি ঝুঁকি বাড়ছে। এটা দ্রুত নিয়ন্ত্রণ করলে হতাহতের সংখ্যা কমে আসবে।বিস্তারিত

বাংলাদেশ শীর্ষ সংবাদ