তেলেঙ্গানায় আগুনে পুড়ে প্রাণ গেল ১৭ জনের

তেলেঙ্গানায় আগুনে পুড়ে প্রাণ গেল ১৭ জনের

 

অনলাইন ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের ঐতিহাসিক চার মিনারের কাছে একটি ভবনে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭ বছরের একটি মেয়ে এবং বেশ কয়েকজন নারীও রয়েছেন। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তারা আগুনের খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি ওই ভবনে অবস্থিত তাদের দোকানের উপরেই থাকত। গুলজার হাউস এলাকায় ঘটনাটি ঘটেছে। তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, ‘এমন ঘটনা খুবই দুঃখজনক। আমি কাউকে দোষারোপ করছি না, তবে পুলিশ, পৌরসভা, দমকল এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী করতে হবে।’

কিষাণ রেড্ডি আরও বলেছেন, ‘আমাকে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে প্রথমে সঠিক সরঞ্জাম ছিল না। আগামী দিনে আমাদের আরও উন্নত প্রযুক্তি আনতে হবে। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব এবং এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করব।’

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করতে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে বেশ কয়েকটি গয়নার দোকান রয়েছে এবং এটি ঐতিহাসিক চার মিনারের খুব কাছে। এই এলাকার অনেক দোকান শতবর্ষ পুরোনো।

তেলেঙ্গানার মন্ত্রী পোনাম প্রভাকর জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং রাজ্য সরকার শিগগিরই সম্পূর্ণ তথ্য জানাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, তিনি এই ঘটনায় প্রাণহানির ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত।’ প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘তেলেঙ্গানার হায়দরাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’

কংগ্রেসের রাজ্যসভার সদস্য এম অনিল কুমার যাদব এনডিটিভিকে জানিয়েছেন, উদ্ধার কাজ এখনো চলছে। তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। এটি একটা বাজার এলাকা। আমি ফায়ার সার্ভিস কর্মী এবং অন্যান্য বিভাগের প্রশংসা করব। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।’

পুলিশের ডেপুটি কমিশনার স্নেহা মেহরা জানিয়েছেন, ভবনটিতে প্রবেশের একটিই রাস্তা ছিল। তিনি বলেন, ‘আরও একটি প্রবেশ পথ তৈরি করা হয়েছিল এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেখান দিয়ে প্রবেশ করেন। ভেতরে থাকা বেশির ভাগ মানুষই অচেতন ছিলেন। এগুলো পুরোনো স্থাপনা, যার সঙ্গে কিছু নতুন নির্মাণ যোগ হয়েছে। যেখানে আগুন লেগেছিল সেখানে যাওয়ার জন্য কেবল একটি সরু পথ ছিল।’

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ