বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’: জানা গেলো আঘাতের সম্ভাব্য তারিখ

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’: জানা গেলো আঘাতের সম্ভাব্য তারিখ

অনলাইন ডেস্ক

 

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা চলতি মে মাসের শেষ সপ্তাহে স্থলভাগে আঘাত হানতে পারে। সম্ভাব্য সময়সীমা ২৭ থেকে ৩০ মে পর্যন্ত। এই সময়ে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল এবং মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

 

কানাডার সাসকাচ্যুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এই পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, আগে ১১ ও ১৪ মে তারিখে তিনি ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস প্রদান করেছিলেন। দ্বিতীয় পূর্বাভাসে উল্লেখ ছিল, ২৬ থেকে ২৯ মে’র মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘শক্তি’।

সূত্র: https://www.youtube.com/watch?v=_j-XNB9oEhQ

পরিবেশ বাংলাদেশ শীর্ষ সংবাদ